খালি পকেটে দেশে ফিরেন তামিম

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৫:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০১৭, ১৫:৫৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এসেক্সে ম্যাচপ্রতি প্রায় তিন হাজার পাউন্ড করে পাওয়ার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু এক ম্যাচ খেললেও তামিম দেশে ফিরেছেন খালি পকেটেই! অর্থাৎ এসেক্সের কাছ থেকে কোনো টাকা নেননি টাইগারদের ড্যাশিং ওপেনার।

এসেক্স এক বিবৃতিতে জানায়, তামিম ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু জানা যায়, মাথায় হিজাব থাকায় ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ব্যাপারটি এসেক্সকে জানিয়ে পরদিনই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তামিম। 

ঘটনাটি যাতে জানাজানি না হয় সেজন্য এসেক্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দেন। সেখানে তারা লিখেছে, ‘ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকেই আর দলের সঙ্গে নেই তামিম। এই সময়ে তামিমের ‘প্রাইভেসি’ রক্ষা করতেও অনুরোধ জানানো হয়েছে কাউন্টি দলটির বার্তায়।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গত শনিবার ইংল্যান্ড যান তামিম। পরদিন এসেক্স অভিষেকে কেন্টের বিপক্ষে আউট হন ৭ রানে।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/জেইউএম)