চাঁদপুরে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ আটক ৩

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৯:৩৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরগাঁও ভূঁইয়া বাড়িতে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ভাটেরগাঁও ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে শহীদ ভূঁইয়ার ঘরে প্রবেশ করে কোনো কথাবার্তা ছাড়াই শহীদ ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করে। তার ডাক চিৎকারে তার ভাই দুদু ভূঁইয়া, গিয়াস উদ্দিন ভূঁইয়া এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং শহীদ ভূঁইয়ার ছেলে মানিকের অন্তঃসত্বা স্ত্রীকেও মারধর করে। মানিকের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এসে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। বাকিরা পালিয়ে যায়।

আটকৃতরা হলেন- চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রাকিব, শাহতলী এলাকার সোবহান গাজীর ছেলে রায়হান গাজী, শহরের বিষ্ণুদী এলাকার মৃত আকিল উদ্দিন বকাউলের ছেলে শরীফ বকাউল।

ঘটনাটি তাৎক্ষণিক চতুর্ধিকে সড়িয়ে পড়লে এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি শুনে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, স্থানীয় মেম্বার কাজী কামাল, মহিলা মেম্বার ফিরোজা ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানান। পরে বিষয়টি চাঁদপুর মডেল থানায় অবহিত করলে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আটককৃতদের চাঁদপুর মডেল থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্যাহ ওলী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ইএস)