শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশ | ১৫ জুলাই ২০১৭, ১৪:৫৮

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের পশ্চিম বাজারের ডাকবাংলা সড়কে নির্মাণাধীন বাড়ি থেকে আলপনা উর্মি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই বাড়ির বাঁকানো একটি রডের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

শুক্রবার রাতের কোন এক সময়ে রহস্যজনক এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

আলপনা উর্মি স্থানীয় মুন্সীপাড়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। তার এক কন্যা সন্তান রয়েছে।

আলপনা উর্মির মুখবোলা খালা খামারিয়াপাড়ার জবেদ আলীর মেয়ে জবেদা বেগম জানান, ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে আলপনা উর্মির মৃত্যুর খবর পান তিনি। পরে ঘটনাস্থল আব্দুর রেজ্জাক মিয়ার নির্মাণাধীন বাড়ি গিয়ে তাকে লোহার রডের সাথে ঝুলতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধারের সময় তিনি লাশের জরায়ুতে রক্তের দাগ দেখেছেন বলে দাবি করেন।

পুলিশের এসআই সাইদুজ্জামান জানান, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এলএ)