গিগাবাইটের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে

প্রকাশ | ১৫ জুলাই ২০১৭, ১৬:২৫

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের বাজারে গিগাবাইট অরোস সিরিজের নতুন একটি মাদারবোর্ড এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক ও বিপণন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস লিমিটেড। 

শনিবার রাজধানীর বিআইজেএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মাদারবোর্ডেন নতুন এই সিরিজটি উন্মোচন করেন স্মার্ট টেকনোলজির পরিচালক জাফর আহমেদ।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার  খাজা মো. আনাস খান নতুন এ মাদারবোর্ডের বিশেষ ফিচার গুলো উপস্থাপন করেন।

জাফর আহমেদ বলেন, গিগাবাইট অনেক আগে থেকেই কম্পিউটার গেমিং মাদারবোর্ড তৈরি করে আসছে। গেমিং পণ্য উৎপাদনের দিক থেকে গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। এবার অরোস সিরিজে নতুন মাদারবোর্ড ‘এক্স২৯৯’ মডেলটি বাংলাদেশে নিয়ে এসেছে।

খাজা মো. আনাস খান বলেন, নতুন এ মাদার বোর্ডে আছে ১৬.৮ এম আরজিবি কালার্স, ৮ ধরনের ভিন্ন ভিন্ন লাইটিং ইফেক্টস, আরজিবি ফিউশন ডিজিটাল এলইডি স্ট্রিপস, স্মার্ট ফ্যান ৫ সহ সর্বাধুনিক প্রযুক্তি। 

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)