খুলনায় হচ্ছে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস

প্রকাশ | ১৫ জুলাই ২০১৭, ১৮:৪০ | আপডেট: ১৫ জুলাই ২০১৭, ১৯:১৬

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সাইকা বলেছেন, খুলনায় শিগগির ভারতীয় সহকারী হাইকমিশন অফিস চালু করা হবে। দক্ষিণাঞ্চলের লোকজনের ভারতে যাতায়াতের সুবিধার লক্ষ্যে ইতোমধ্যে যশোরে ভিসা সেন্টার স্থাপন করা হয়েছে। ভিসাপ্রাপ্তিও সহজীকরণ করা হয়েছে। ফলে ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫ লাখ লোক যাতায়াত করেন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি হাইকমিশনার আরো বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি দুই দেশকে আরো বেশি আপন করে গেছেন।

রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ মহারাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়, নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

এর আগে ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সাইকা নড়াইল আশ্রম ও মিশনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/এলএ)