এলজির সবচেয়ে কম দামের ফোন

প্রকাশ | ১৬ জুলাই ২০১৭, ১২:৪৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি দেশের বাজারে এসেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির স্মার্টফোন। দেশে এলজির ফোন পরিবেশন করছে মেট্রোসেম। শুরুতেই বাজারে এলজির চারটি ফোন পাওয়া যাবে। আরেকটি ফোন কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে। এর মধ্যে এন্ট্রি লেভেলের ফোন এলজি কে ৪। এই ফোনটি এলজির সবচেয়ে কম দামের ফোন। 

ফোনটিতে আছে পাঁচ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। এতে ১.১ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‌্যাম আছে এক জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি আট জিবি রম।

ছবির জন্য আছে আট মেগাপিক্সেলের রিয়ার এবং পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। 

বাংলাদেশের বাজারে ফোনটির মূল্য ১০ হাজার ৮০০ টাকা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজেড)