১০ দিনের বিশ্রামে সাকিব

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৬:৩৪ | আপডেট: ১৭ জুলাই ২০১৭, ১৬:৫৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাঁ পায়ের গোড়ালির ইনজুরি থেকে মুক্তি পেতে ১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিসিবির সহকারী চিকিৎসক মনিরুল আমিন হাওলাদার জানিয়েছেন এমনটা। ১৪ জুলাই নিজ বাড়িতে পায়ে আঘাত পান তিনি।

সাকিবের পায়ের ইনজুরি মারাত্মক কিছু নয়। কয়েকটা লিগামেন্টে টান পড়েছে। ১০-১২ দিনের বিশ্রামে এধরনের ইনজুরি ভালো হয়ে থাকে। মনিরুল আমিন হওলাদার জানিয়েছেন, সাকিবের ইনজুরি ইতিমধ্যে ভালোর দিকে। আগামী ১০ দিনের মধ্যে সাকিব পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন বলে জানান বিসিবির এই চিকিৎসক।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে গত সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। চলবে আরও তিন সপ্তাহ। ২২ দিনের সফরে আগামী মাসের ১৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

২২-২৩ আগস্ট ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ঢাকাতে প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট থেকে। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে শেষ টেস্ট।

 (ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএইচ)