রাবির উপ-উপাচার্য হলেন আনন্দ কুমার

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৮:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক আনন্দ কুমার সাহাকে।

রবিবার শিক্ষা মন্ত্রণালায়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর (সংশোধিত) ১৩ (১) এর ধারা অনুযায়ী চার বছরের জন্য বিশ্ববদ্যিালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

আনন্দ কুমার সাহা বর্তমানে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তার বাড়ি মাগুরায়।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিগত প্রশাসনের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়।

পরে দীর্ঘ ৪৭ দিন পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পেলেও চার মাস পর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :