কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে ছাত্রলীগ সভাপতি সোহাগ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৭, ১৬:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন ও চিলমারী উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

মঙ্গলবার দুই উপজেলার বেশ কয়েকটি স্পটে তিনি দুর্গতদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সোহাগ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। আমাদের প্রচুর খাদ্য মজুদ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আরও খাদ্য আমদানি করা হবে। দেশের একজন মানুষও যেন অনাহারে বা অর্ধাহারে না থাকে।’

স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো নেতাকর্মীর অপকর্ম বরদাশত করা হবে না। জননেত্রীর নির্দেশ বাস্তবায়নে মাঠেঘাটে কাজ করতে হবে। মানুষের দুঃখ, কষ্টে তাদের পাশে দাঁড়াতে হবে। জাতির পিতার সোনার বাংলা গঠনে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল ইসলাম, গণযোগাযোগ সম্পাদক ফরহাদুজ্জামান মনির, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব।

(ঢাকাটাইমস/১৮জুলাই/টিএ/জেবি)