পাঁচ দিনের সফরে ভারতে এরশাদ

প্রকাশ | ১৯ জুলাই ২০১৭, ১৮:২৮ | আপডেট: ১৯ জুলাই ২০১৭, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে ভারতে গেছেন।

বুধবার সকালে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ।

এরশাদের সফরসঙ্গীরা হলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

এরশাদকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম ও সৈয়দ আবু হোসেন বাবলা, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, সেলিম ওসমান এমপি, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম শাহজাদা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)