শাহবাগে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১০:৩৪ | আপডেট: ২০ জুলাই ২০১৭, ১০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অতি দ্রুত নীতিমালা করে পরীক্ষা গ্রহণের দাবিতে তারা এই বিক্ষোভের ডাক দেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাহবাগে জাদুঘরের সামনে সাতটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। পুলিশ তাদেরকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। তারা ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজের প্রত্যেকটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩০টি বিষয়ে পড়ানো হয়। প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা দুই লক্ষাধিক।

তবে ছয় মাস চলে গেলেও এখনো তাদের ব্যাপারে কোনো নীতিমালা হয়নি। এসব কলেজের শিক্ষার্থীরা কবে পরীক্ষা দিতে পারবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার ও প্লে-কার্ড বহন করছেন। একটি প্লে-কার্ডে লেখা রয়েছে, ‘সেশনজটের প্রহসন, করতে হবে নিরসন।’ আরেকটিতে লেখা আছে, ‘হইছে অনেক সময় ক্ষেপণ, শীঘ্রই করতে হবে দাবি পূরণ।’

সরকারি তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বর্ষা আক্তার বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার পর আমরা খুশি হয়েছিলাম। কিন্তু বেশ কয়েক মাস চলে গেলেও এখনো আমাদের কোনো পরীক্ষা নেয়া হয়নি। এখনো নাকি কোনো নীতিমালাই করা হয়নি। কবে পরীক্ষা হবে সেটাও আমরা জানি না। আমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ছিলেন তারা ইতোমধ্যে পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষা করছেন।’

এই শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, ‘কোনো নীতিমালা না করে হুট করে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদেরকে দিয়ে দেয়া প্রহসন ছাড়া আর কিছু নয়। আমরা যে সেশনজটে পড়লাম এর দায় কে নেবে?’

(ঢাকাটাইমস/২০জুলাই/এমএম/জেবি)