কম দামে ফোরজি ফোন

প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১১:৫২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স দেশটির বাজারে কম দামের একটি ফোরজি ফোন অবমুক্ত করেছে। ফোনটির মডেল ইনটেক্স অ্যাকুয়া জেনিথ। দেশটির বাজারে ফোনটির মূল্য ৩ হাজার ৯৯৯ রুপি।

গোল্ড, ব্ল্যাক এই দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে। 

ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল।

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

ফোনটির পুরুত্ব ১৪.৫x১x৭.২ সেন্টিমিটার। ছবির জন্য ফোনটিতে আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সঙ্গে আছে এলইডি ফ্লাশ। এই ক্যামেরায় বিশেষ ফিচার হিসেবে আছে 
এইডিআর, সেলফ টাইমার এবং বিউটি মোড। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।  

নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস। এই ফোনটির ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। 

(ঢাকাটাইমস/২০জুলাই/এজেড)