ঝিনাইদহে ৮৩ লাখ টাকার মাদক ধ্বংস

প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১৪:৪৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ ৫৮ বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত প্রায় ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের খালিশপুরে বিজিবির ৫৮ ব্যাটালিয়ানের হেড কোয়াটারে এ মাদক ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে পাঁচ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, চার হাজার ১৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা। যার আনুমানিক মূল্য ৮৩ লাখ টাকা।

সে সময় বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ৫৮ বিজিবির সিও জিল্লুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এর রায়হান, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/জেবি)