বিএনপি নেতা ফারুক কারামুক্ত

প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১৪:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজধানীর পল্টন থানার নাশকতার মামলাসহ মোট আটটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পেলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জয়নুল আবদিন ফারুক নিজেই ঢাকাটাইমসকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা আট মামলার মধ্যে হাইকোর্ট থেকে পাঁচটি এবং ঢাকা মহানগর আদালত থেকে তিন মামলায় জামিন দেয়া হয়। পরে জামিননামা কারাগারে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তি দেয়া হয়।

গত ২ জুলাই পল্টন থানার ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/বিইউ/জেবি)