‘কাশ্মির সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত’

প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১৬:৩২ | আপডেট: ২০ জুলাই ২০১৭, ১৬:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে পাল্টা হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক সেনাসহ তিন পাকিস্তানি নিহত এবং ১৩ জন আহত হওয়ার জবাবে পাল্টা এ হামলা চালায় পাকিস্তান।

গতকাল বুধবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সেনাদের হামলায় ভারতীয় কয়েকটি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, পাল্টা হামলার পর ভারতীয় পক্ষ থেকে গুলি বর্ষণ বন্ধ হয়ে যায়।

আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর বলেছেন, বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর, আগ্রাসী এবং কার্যকরী জবাব দেবে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে, ইসলামাবাদের উপ হাইকমিশনারকে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে তলব করে ভারতীয় বাহিনীর বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ২০০৩ সালের যুদ্ধবিরতি মেনে চলার জন্যও ভারতের প্রতি আহ্বান জানানো হয়।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০জুলাই/এসআই)