জয়পুরহাটের কালাইয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ | ২১ জুলাই ২০১৭, ২০:৩৯

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পতিত জায়গায় মাটি কাটার সময় দেড় মণ ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।

শুক্রবার শাইলগুন গ্রাম থেকে কালাই থানার পুলিশ এ মূর্তি উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার শাইলগুন দক্ষিণপাড়ার বাহার উদ্দিনের ছেলে নুর নবী তার বাড়িতে মাটির প্রয়োজনে সরকারি পতিত একটি জমিতে মাটি কাটার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পান। এ খবর লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালাই থানার ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্সসহ মূর্তিটি উদ্ধার করে থানায় আনে।

এ ব্যাপারে ওসি (তদন্ত) সুমন কুমার রায় জানান, প্রাথমিক অবস্থায় মূর্তিটির পরিচয় ও মুল্য নির্ধারণ করা যায়নি। মূর্তিটির পরিচয় ও মুল্য নির্ধারণের জন্য রাজশাহী বরেন্দ্র জাদুঘরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/ ইএস)