কোটালীপাড়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ | ২২ জুলাই ২০১৭, ১০:২৯

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ইছা মোল্লা (৩৩) ও কালু শেখ (৪০)।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাচারতারা ব্রিজের উপর থেকে তাদের গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।

ইছা মোল্লা উপজেলার হিজলবাড়ী গ্রামের মোকিত মোল্লার ছেলে এবং কালু শেখ আলিঠাপাড়া গ্রামের মৃত ছালাম শেখের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, ইছা মোল্লা ও কালু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদেরকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/জেবি)