ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ১৩:২৭ | আপডেট: ২৩ জুলাই ২০১৭, ১৩:২৮

ঢাকাটাইমস ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হজ বুথ ২২ জুলাই ২০১৭ শনিবার ঢাকার আশকোনাস্থ হাজী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভলপমেন্ট উইং প্রধান আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান মো. আমিনুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজীক্যাম্প শাখাপ্রধান মো. খালেকুজ্জামান, হজ বুথ ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের হজ বুথের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবারের টাকা ফেরত দেয়া, ডলার ও রিয়াল ইনডোর্সমেন্ট, হজ গাইড বিতরণসহ প্রতি বছরের ন্যায় বিভিন্ন সেবা প্রদান করা হবে।

 প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা দেয়া পূণ্যের কাজ। গুরুত্ব ও আন্তরিকতার সাথে হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে তিনি ব্যাংক কর্মকর্তাদের নিদের্শনা দেন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/জেবি)