কুমিল্লায় ফল বিপর্যয় তদন্তে কমিটি হচ্ছে

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ১৬:১৪ | আপডেট: ২৩ জুলাই ২০১৭, ১৭:০০

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিকের ফলাফল বিপর্যয়ে তদন্ত কমিটি করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটির মহাপরিচালক ওয়াহেদুজ্জামান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাউশি প্রধান জানান, ‘আমরা খুব অল্প সময়ের মধ্যে কুমিল্লার সবচেয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করব। কমিটি সার্ভে করে, অনুসন্ধান করে রিপোর্ট জমা দিলে আমরা এর করণীয় ঠিক করব।’

রবিবার সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। এই ফলাফলে সবচেয়ে খারাপ ফল হয় কুমিল্লা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। যেখানে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর আটটি শিক্ষাবোর্ডের পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।

কেবল পাসের হারের দিক থেকেই নয়, ফলাফল খারাপ হয়েছে জিপিএ ফাইভের দিক থেকেও। সারাদেশে যেখানে প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে ৪.৭৩ শতাংশ সর্বোচ্চ জিপিএ পেয়েছে, সেখানে কুমিল্লায় এই হার ১.৩৬ শতাংশ।

কেন কুমিল্লা বোর্ডের ফলাফল খারাপ সেটি নিয়ে খোদ প্রধানমন্ত্রীরও উষ্মা প্রকাশ করেছেন। তিনিও এর কারণ জানতে চেয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কুমিল্লা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখবো। এরপর করণীয় ঠিক করব।’

এ বিষয়ে জানতে চাইলে একই কথা বলেছেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক। তিনি বলেন, ‘আমরা পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেবো।’

মাউশির মহাপরিচালক বলেন, ‘ধারাবাহিকভাবে কুমিল্লা শিক্ষাবোর্ড ফলাফল খারাপ করছে। এর পেছনে কোনো ভৌতিক কারণ থাকতে পারে। আমরা সেই কারণ তদন্ত করে বের করবো। তদন্তে কারণ, করণীয়সহ পর্যালোচনা থাকবে আমাদের। এ ঘটনায় বোর্ডও তদন্ত করব। মন্ত্রণালয়ও করবে। তিন তদন্ত একজায়গা করে আমরা বসব। এরপর করণীয় ঠিক করব।’

যশোর শিক্ষাবোর্ডের উদাহরণ দিয়ে মাউশির মহাপরিচালক বলেন, ‘যশোরে একবার ইংরেজিতে খারাপ ফল করায় পুরো ফলই বিপর্যয় ঘটেছে। আবার পরের বছর ওই বিষয়ে পাস বেশি করায় পুরো পাসের হারই বেড়ে গেল। এমন অনেক ব্যাপার থাকে। সেটি আমরা তদন্ত করে বের করব।’

ঢাকাটাইমস/২৩জুলাই/এমএম/ডব্লিউবি