শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ধনঞ্জয়া-প্রদ্বীপ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ২১:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান প্রদ্বীপ। স্কোয়াডে ফিরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁ-হাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল প্রথম টেস্টে খেলতে পারবেন না। তাই এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রঙ্গনা হেরাথ। আগামী বুধবার শুরু হবে ম্যাচটি।

দিনেশ চান্দিমালের জায়গায় দলে ঢুকেছেন ডি সিলভা। দুশমান্থ চামিরার জায়গায় দলে ঢুকেছেন নুয়ান প্রদ্বীপ। আর লক্ষণ সান্দাকানের জায়গায় দলে ঢুকেছেন মালিন্দা পুষ্পকুমারা।

প্রথম টেস্টে শ্রীলঙ্কা স্কোয়াড: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মিলিন্দা পুষ্পকুমারা, নুয়ান প্রদ্বীপ।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)