আলফাডাঙ্গায় এগিয়ে আদর্শ ডিগ্রি কলেজ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ২৩:৫৯ | আপডেট: ২৪ জুলাই ২০১৭, ০০:০৪

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই কলেজের মধ্যে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে উপজেলায় কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ।

আজ রবিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য দেখা গেছে।

উপজেলায় দুইটি কলেজের মধ্যে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের পাসের হার ৫২.৪৩ ও আলফাডাঙ্গা সরকারি কলেজের পাসের হার ৪৬।

আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ২০৬ জন। এর মধ্যে পাস করেছেন ১০৮ জন। এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন একজন।

অপরদিকে আলফাডাঙ্গা সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে পরীক্ষা দিয়েছেন ৪৬৩ জন। এর মধ্যে পাস করেছেন ২১৩ জন। এই কলেজ থেকে কোনো শিক্ষার্থীই জিপিএ ফাইভ পাননি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ ইএস)