মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১২:৩৮ | আপডেট: ২৪ জুলাই ২০১৭, ১৩:১৫

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ দিতে হলো বাবাকে। তার নাম কাজী মাহাবুব। গত ১৫ জুলাই সন্ত্রাসীদের কোপে আহত মাহবুব রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহবুব গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসের একজন স্টাম্প ভেন্ডার ছিলেন। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১৫ জুলাই রাতে কয়েকজন সহযোগী নিয়ে আকাশ নামে এক বখাটে তাকে কোপায় বলে অভিযোগ উঠে।

নিহতের প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, কাজী মাহবুবের মেয়ে স্থানীয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে আকাশ। বেশ কয়েকবার নিষেধ করা হলেও সে তা শোনেনি। উল্টো তাকে আরও বেশি উত্ত্যক্ত করতো।

একপর্যায়ে মেয়েটির বাবা কাজী মাহবুব বিষয়টি পুলিশকে জানালে কিছুদিন আগে আকাশকে ধরে নিয়ে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীটি। এরই প্রতিশোধ নিতে ১৫ জুলাই আকাশ মেয়েটির বাবা কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে । তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রোববার রাতে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঢাকাটাইমসকে বলেন, ‘মারা যাবার খবর আমরা লোকমুখে শুনেছি। এখনো পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি