ভোলায় ট্রলারডুবি, এখনো সন্ধান মেলেনি চার জেলের

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১৫:৫৬

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার মনপুরার চরনিজাম সংলগ্ন সাগরে ১৫ জেলে নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১১ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন চার জেলে।

রবিবার রাতে উপজেলার চরনিজামের তিন চর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে। সোমবার দুপুর দুইটা পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ জেলেরা হলেন- কামাল মাঝি (৫৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫) ও সাইফুল (২৮)। এদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।

চরনিজাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, চরনিজামের গদির কামাল মাঝি ট্রলার নিয়ে তিন চর সংলগ্ন সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে কামাল মাঝিসহ চার জেলে নিখোঁজ হয়। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাতেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চর নিজাম থেকে আটটি  ট্রলার সাগরে যায়। পরে ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের ঢালচর সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হলেও নিখোঁজ চার জেলেকে এখনো পাওয়া যায়নি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর