প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১৬:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভাইরাস জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। আগামী ২৬ জুলাই গলে শুরু হবে এই ম্যাচটি। সোমবার তিনি প্র্যাকটিস সেশনে অংশ নেননি।

প্রায় তিন মাস পর ভারতীয় স্কোয়াডে সুযোগ পান লোকেশ রাহুল। কাঁধের ইনজুরিতে ভুগছিলেন তিনি। শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলেছেন। এই ম্যাচে ব্যক্তিগত অর্ধশত করেন তিনি। তবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথম টেস্টে তিনি অংশ নিতে পারবেন না।

টেস্টে ভারতের আরেক ওপেনার মুরালি বিজয়ও টেস্ট সিরিজে খেলতে পারবেন না। কব্জিতে অস্ত্রোপচারের পর তিনি পুরোপুরিভাবে সেরে উঠেননি। তাই প্রথম ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে শিখর ধাওয়ান ও অভিনাব মুকুন্দকে।

এই সফরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ আগস্ট। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। এই ম্যাচের মাধ্যমে শ্রীলঙ্কা সফর শেষ হবে ভারতের।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/এসইউএল)