ময়মনসিংহে কোচিং সেন্টারে আগুন

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১৮:০৫

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকার একটি কোচিং সেন্টারে আগুনে ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে নতুন বাজার নাহা রোড ক্যামব্রিজ মডেল কোচিং সেন্টারে এ আগুন লাগে।

আগুনে পুড়ে কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে আগুন লাগে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের লোকজন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহমান জানান, তাদের বাহিনীর দুটি ইউনিটের কর্মীদের ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাড়ির পানি শেষ হওয়ার পর আশেপাশে কোনো পুকুর না থাকায় বিকল্প ব্যবস্থায় পার্শ্ববর্তী একটি বাড়ির হাউজের পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়রা জানান, ঘনবসতির এই শহরের অনেক অলিগলিতে অপরিকল্পিতভাবেই গড়ে তোলা হয়েছে বিভিন্ন বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। এসব স্থানে আগুনে লেগে গেলে বিপদ। কারণ, সেখানে পুকুর নেই। আগে ছিল, এখন ভরাট করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/ব্যুরোপ্রধান/জেবি)