চাঁপাইনবাবগঞ্জে জাল রুপিসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ২০:৫৩ | আপডেট: ২৪ জুলাই ২০১৭, ২০:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে পাঁচ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, কালার ফ্রেম, সাদা কাগজ, শুকানো মেশিন, মেমরি কার্ড ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন রংপুর জেলার কোতয়ালী থানার সেন্ট্রাল রোড এলাকার লোকমান মিয়ার ছেলে মেহেদী হাসান (৪২) ও শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ার এমাজ উদ্দিনের ছেলে আবদুস সালাম (৫৫)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টায় শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লায় আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পাঁচ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপি ও তৈরির বিভিন্ন উপকরণসহ তাদের আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, ইতোমধ্যে এ চক্রটি চার লাখ ভারতীয় জাল রুপি বাজারে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/জেবি)