খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ২২:৩৫

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়িতে বিএনপির সদস্য পদ পূরণ ও সদস্য পদ নবায়ন শুরু হয়েছে।

সোমবার দুপুরে শহরের বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে। বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। তিনি আরও বলেন, বিএনপির দাবি পূরণে শিগগির সরকার পতনের জোরালো আন্দোলন শুরু হবে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিন বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক লোকজন ফরম পূরণ করে বিএনপির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং সদস্য পদ নবায়ন করেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/ইএস)