প্রাইজবন্ডের ফল জানতে অ্যাপ

প্রকাশ | ২৫ জুলাই ২০১৭, ১১:২০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

এখন থেকে স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে জানা যাবে প্রাইজবন্ডের ফল। প্রতি তিন  মাস পরপর ড্রর ফলাফল সংগ্রহ করা এবং সেগুলো একটা একটা করে একাধিক বন্ডের নম্বরের সঙ্গে মিলিয়ে দেখার কাজটি অ্যাপের মাধ্যমে করা যাবে অনায়াসেই।

এই সমস্যার স্থায়ী সমাধান করছে প্রাইজবন্ড চেকার অ্যাপ। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রাইজবন্ড ডিজিটালি সংরক্ষণ করা যাবে। নতুন কোন প্রাইজবন্ড যোগ করলে সর্বশেষ দুই বছরের ড্রর রেজাল্টের সাথে বন্ডের নম্বর চেক করে ফলাফল জানিয়ে দেয়া হয়। ফলে পুরনো রেজাল্ট খুঁজতে হবে না। একবার শুধু বন্ডের নম্বর যোগ করলেই হল। 
শুধু পুরনো রেজাল্ট নয়, নতুন ড্রর রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রাইজবন্ডগুলো ফলাফলের সাথে  স্বয়ংক্রিয়  ভাবে  চেক করে ফলাফল তৎক্ষণাৎ জানিয়ে দেয়। 

৩১ জুলাই প্রাইজ বন্ডের ৮৮ তম ড্র । আপনার প্রাইজ বন্ড গুলো এই অ্যাপে যুক্ত করে নিলে সহজেই ড্র ফলাফল পেয়ে যাবেন ।

প্রাইজবন্ডের ফল জানতে অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ‘বাংলাদেশি প্রাইজবন্ড চেকার নামে অনুসন্ধান করতে পারেন। ডাউনলোড লিংক: https://goo.gl/yuf2pV

প্রাইজবন্ড চেকার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ৮০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এবং ফাইন্যান্স ক্যাটাগরিতে বাংলাদেশের শীর্ষ দশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজেড)