‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মধ্যে এএসপি মিজানের দুই ‘খুনি’

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১০:২৪ | আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১০:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যে দুইজন নিহত হয়েছেন, তারা এএসপি মিজান হত্যায় জড়িত ছিল বলে ধারণা পুলিশের।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) অতিরিক্ত উপ কমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, নিহতদের ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা এসএসপি মিজান হত্যায় জড়িত। তাদের নাম ফারুক ও জাকির। বুধবার ভোররাতে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মোমিন জানিয়েছিলেন, ভোর পাঁচটার দিকে রূপনগর পানি উন্নয়ন বোর্ডের উত্তর পাশে ছিনতাই করার সময় ডিবি পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি ছুঁড়লে দুইজন আহত হয়।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের দুইজনের মাথায় গুলি লেগেছে। তাদের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।

গত ২১ জুন বুধবার সেহেরি খাওয়ার পর উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হয়েছিলেন এএসপি মিজানুর। পরে রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণার কথা বলেছিলেন পুলিশ কর্মকর্তারা।

ওই দিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

ঢাকাটাইমস/২৬জুলাই/এএ/এমআর