পুরস্কৃত হলো ৩০০ ফ্রিল্যান্সার

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১০:৩৬ | আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১০:৫৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকটাইমস

৩০০ জন নতুন ফ্রিল্যান্সারকে সনদ এবং পুরস্কার প্রদান করল ডেনমার্ক ভিত্তিক বাংলাদেশের একমাত্র ফ্রিল্যান্সি ট্রেনিংয়ের প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট। রাজধানীর বনানীতে কোডারসট্রাস্টের নিজস্ব ক্যাম্পাসে ফ্রিল্যান্সারদের হাতে সনদ ও পুরস্কার তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। 

কোডারসট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানকার নতুন ৩০০ জন মেধাবী শিক্ষার্থী ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ শেষ করে আয় করা শুরু করেছেন এবং এ পর্যন্ত ১০০০ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার এই প্রতিষ্ঠান প্রশিক্ষণ শেষ করে আয় করেছেন তৈরি করেছেন। 

(ঢাকাটাইমস/২৬জুলাই/এজেড)