নেইমারকে মুক্তি দিল আদালত

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১২:৫৫ | আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১৩:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সান্তোস থেকে বার্সায় যাওয়ার পর নেইমারের নামে কর ফাঁকির অভিযোগ ওঠে। ২০১১-১৪ সাল পর্যন্ত দুই ক্লাব এবং স্পন্সরদের সঙ্গে চুক্তি গোপন করার ‘অভিযোগে’ নেইমারকে ৫৬.৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। সঙ্গে মামলার খড়গ। অবশেষে কর ফাঁকির মামলা থেকে বার্সা তারকা নেইমারকে মুক্তি দিয়েছে ব্রাজিলের আদালত। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন নেইমারের বাবা।

বিবৃতিতে নেইমারের বাবা বলেন, ‘ফেডারেল পাবলিক মন্ত্রণালয় থেকে পরিচালিত কর ফাঁকির অভিযোগটি নিষ্পত্তি হয়েছে। খবরটি আমাদের কাছে বড় স্বস্তির। চার বছর ঝামেলাটা আমাদের অনেক ভোগাল। আমাদের দেশে ন্যায় বিচার আছে। প্রমাণ করার জন্য আমরা আইনের প্রতিটি ধাপ অনুসরণ করেছি।’

কর ফাঁকির অভিযোগ উঠে লিওনেল মেসি এবং তার বাবার বিরুদ্ধেও। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে মেসি প্রকৃত আয় গোপন করে ৬১ লাখ ৫০ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছেন বলে মেসি ও তার বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে স্পেনের কর কর্তৃপক্ষ। মামলায় মেসি ও তার বাবাকে ২১ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। পরে মেসির বাবার শাস্তি কমিয়ে ১৫ মাসের করা হয়।

পরে জরিমানার বিনিময়ে ২১ মাসের স্থগিত কারাদণ্ড তুলে নেয় স্পেনের আদালত। তবে মেসিকে জরিমানা গুণতে হয় ৩ লাখ ৭৮ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা। এছাড়া মেসির বাবা হোর্হে মেসির ১৫ মাসের কারাদণ্ড স্থগিত করে আদালত। সে জন্য তার বাবাকে গুণতে হচ্ছে ২ লাখ ৭০ হাজার ডলার বা ২ কোটি ১৯ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেইউএম)