মেঘনার কাগজ নেপালে

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নেপালে রপ্তানি হচ্ছে মেঘনা গ্রুপের ফ্রেশ কার্বনলেস পেপার। সম্প্রতি  নেপালে এই কাগজ রপ্তানি শুরু করে। এজন্য প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা উপস্থিত থেকে নেপালে কাগজ রপ্তানি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেরেক্টর  তাইফ বিন ইউসুফ,  হেড অব মার্কেটিং ও সেলস্ (পেপার) মজিবর রহমান, জি  এম  সেলস ইউসুফ আলী সরকার, ডি জি এম প্ল্যান্ট নুরুল ইসলাম,  ফ্যাক্টরি প্রোডাকশন ইনচার্জ মি. সিজার পারপান ও এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের এ জি এম মি. সুকান্ত কুমার সাহা।

সরকারের ঘোষিত অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ও আন্তর্জাতিক মানের মেশিনারিজে সমৃদ্ধ মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস্ লিমিটেডের উৎপাদিত কার্বনলেস পেপার এই প্রথম নেপালে রফতানি হচ্ছে।

প্রতিষ্ঠানটি আশা করছে নেপালে কাগজ রপ্তানির মাধ্যমে রফতানি বাণিজ্যে সমৃদ্ধি নিয়ে আসবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এজেড)