প্রয়োজনে প্রকৌশলীদের ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে: কাদের

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১৮:০২ | আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১৮:১৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি হলেও যে কোনো মূল্যে যানবাহন চলাচল চালু রাখার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য তিনি সড়ক বিভাগের প্রকৌশলীদেরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে এসব কথা বলেন মন্ত্রী। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এই এলাকার সড়ক ব্যাপকভাবে ভেঙে গেছে। এতে যানবাহনের গতি কমে গেছে এবং দুই পাশেই তীব্র যানজট তৈরি হচ্ছে।

বর্ষার বৃষ্টিকে সড়কের ক্ষতির কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রবল বর্ষণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দায়িত্ব সড়ক ব্যবহার উপযোগী রাখা।’ তিনি বলেন, ‘কোনোভাবে রাস্তা বন্ধ থাকবে না। এজন্য প্রয়োজনে প্রকৌশলীদের ২৪ ঘন্টা রাস্তায় থাকতে হবে, এটা আমার নির্দেশ।’

সাংবাদিকদের রাজনৈতিক বিষয়ে প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নিতে সংবিধান সংশোধন করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ‘সহায়ক সরকার তো থাকবে। শেখ হাসিনার সরকারই সহায়ক হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।’

কাদের বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের দায়িত্ব এক্ষেত্রে সহযোগিতা করা।’

বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে কাদের বলেন, ‘বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঠিক থাকছে না। বেগম জিয়া ঈদ পরবর্তী দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই আন্দোলন ছেড়ে এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি