‘প্রমিজ করছি, সামনের বছর ঢাকায় জলাবদ্ধতা থাকবে না’

প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১৮:৪১ | আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন যুগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ঢাকার সড়কগুলো যখন নিয়মিত তলিয়ে যাচ্ছে তখন আশার বাণী শোনালেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আগামী বছর থেকে ঢাকায় এই সমস্যা আর থাকবে না বলে নিশ্চয়তা দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না। আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’

গত এপ্রিল থেকে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারা দেশেই। চলতি বর্ষাকালে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এত বেশি বৃষ্টির পানি নিষ্কাষণে শহরে যথোপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশভুক্ত এলাকাগুলো প্রায়ই তলিয়ে যাচ্ছে পানিতে। অন্য সব এলাকার পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে নেয়া হাতিরঝিল প্রকল্পের আশেপাশের এলাকাও তলিয়ে যাচ্ছে ভারী বৃষ্টিতে। 

এলজিআরডি মন্ত্রী বৃষ্টির কারণে বর্তমান জলাবদ্ধতাকে অস্বাভাবিক পরিস্থিতি বলেছেন। তিনি বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।’

মন্ত্রী জানান, তাঁরা জরিপ করে দেখেছেন যে ঢাকার ৪৬টি খালের মধ্যে ১৮টির উন্নয়ন করতে হবে। এগুলো অবশ্যই করতে হবে। ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারী বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানিনিষ্কাশন হয়।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম/ডব্লিউবি)