বাঙালি জাতির বিনির্মাণে ছাত্রলীগের আত্মত্যাগ বিরল: খালিদ

প্রকাশ | ২৭ জুলাই ২০১৭, ১৫:২২

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বাঙালি জাতির বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ যে আত্মত্যাগ করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্র সংগঠন জাতির স্বাধীনতা ও স্বাধিকারের দাবিতে এত রক্ত দেয় নাই। ছাত্রলীগের ঐতিহ্যকে কোনো কালো চাদরে ঢেকে দেয়া যাবে না।

বৃহস্পতিবার জেলার বিরল উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিরল ডিগ্রি কলেজ ও মহিলা কলেজের এক নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১/১১'র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পর্যন্ত প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে।

বর্তমান ছাত্রলীগের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া সর্বত্র লেগেছে। ছাত্রলীগকে এখন আর হল পাহারা দিতে হয়না, হল দখল ও টেন্ডার দখল করতে হয় না। ছাত্রলীগ এখন সাংগঠনিক কাজের পাশে সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখছে। বন্যা, দুর্যোগে সবার আগে ছাত্রলীগ ছুটে যায়, ছাত্রলীগ এখন অসহায়ের সহায় হয়ে দাঁড়িয়েছে।

শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে আরো বাস্তবমুখী, গঠনমূলক হওয়ার আহ্বান জানান তিনি।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে শুধু ক্লাসের বই পড়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে পারা যাবে না। অবাধ তথ্য প্রবাহের অন্তর্জালে শিক্ষার গণ্ডিকেও বিশ্বময় করে তুলতে হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিকে শিক্ষায় কাজে লাগাতে হবে। এর অপব্যবহার করা যাবে না। কোনো উগ্রবাদে জড়ানো যাবে না।’

বর্তমান সরকার গুণগত শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠে বিরল ডিগ্রি কলেজ মাঠ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল। বক্তব্য দেন বিরল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায় প্রমুখ।

ঢাকাটাইমস/২৭জুলাই/টিএ/এমআর