প্যারিসে বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ সভা

প্রকাশ | ২৭ জুলাই ২০১৭, ১৬:২৫

মাসুদুল হাসান রনি, প্যারিস (ফ্রান্স)

প্যারিসের গার্দু নর্দের একটি রেস্তোরাঁর হল রুমে বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার যৌথ সভা হয়েছে।

নিলয় সুমনের সভাপতিত্বে রাকিবুল ইসলামের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন- বাসদ সংগঠক মাসুক মিয়া মামুন, তপু বড়ুয়া, মাহমুদ হাসান ও মাসুদুল হাসান রনি।

সভায় বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের আন্দোলনে সঠিক বিপ্লবী রাজনৈতিক দল গড়ে তোলা ছাড়া শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তি কখনো সম্ভব নয়।

সভায় আগামী নভেম্বরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ বার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।

একই সাথে ইউরোপের সকল প্রগতিশীল ও বাম সংগঠনের অংশগ্রহণে যৌথভাবে এই আয়োজন সফল করার আহ্বান জানানো হয়।

এই আয়োজনের মধ্যদিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাম ও প্রগতিশীল মানুষদের পুনর্মিলনী ও ঐক্যের আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় মাসুক মিয়া মামুনকে সমন্বয়ক করে বাসদ সমর্থক ফোরাম, ফ্রান্স শাখার নয় সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)