আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

প্রকাশ | ২৭ জুলাই ২০১৭, ১৬:৫২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এক বাবা। ওই ছেলের নাম ইমরান হোসেন (২২)। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের জেল দিয়ে ব্রাক্ষণবাড়িয়া কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুজ্জামান এ রায় দেন।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন যুগান্তরেকে জানান, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামের চিহিৃত মাদকাসক্ত ইমরান হোসেন দীর্ঘদিন যাবৎ পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অত্যাচার করে আসছিলেন। এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তার বাবা নোয়াব মিয়া বুধবার সকালে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত ইমরানকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করেন তার বাবা। পরে দুপুরে পুলিশ ইমরানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদশ দিয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/ইএস)