ফুটবল টিম বানাবেন রোনালদো?

প্রকাশ | ২৮ জুলাই ২০১৭, ১৫:৩৮ | আপডেট: ২৮ জুলাই ২০১৭, ১৫:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

গত ১৯ জুলাইয়ের খবর, চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো। নিজ মুখেই সে খুশির খবরটা দিলেন সি আর সেভেন। এল মুন্ডু নামক একটি স্থানীয় পত্রিকাকে পর্তুগিজ তারকা জানান, বান্ধবী জর্জিয়ানা রদ্রিগুয়েজের গর্ভে বড় হচ্ছে তার চতুর্থ সন্তান। এতে তিনি বেশ খুশি।

এবার বললেন চার বা পাঁচ নয় সাত সন্তান চান পর্তুগিজ সুপারস্টার। তবে নিজের চাওয়া নয়, তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর চাওয়াতেই নাকি এটা হচ্ছে। চীনের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘ছেলে ভীষণ খুশি। সে আরও ভাই-বোন চায়। সে সাতজন চায়।’

গত জুনে সারোগেসি পদ্ধতির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই দিন সবার সামনে নিয়ে আসেন দুই যমজ সন্তানকে। দুজনের নাম রাখা হয়, মাতেও এবং এভা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সন্তানকে কোলে নিয়ে ছবিও প্রকাশ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

গত ৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয় রোনালদোর যমজ সন্তান। দুই সন্তানের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে সেখানে তিনি লিখেছেন, ‘নিজের জীবনের নতুন দুই প্রেমকে কোলে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’ ওই দুই সন্তানের একজন ছেলে, অন্যজন মেয়ে। রোনালদোর প্রথম সন্তান ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত।

উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবার বাবা হওয়ার ঘোষণা করে আলোড়ন তুলেছিলেন রোনালদো। তবে ক্রিশ্চিয়ানো জুনিয়রের ‘মা’কে? সেটা কিন্তু এখনো জানাননি তিনি। বলেছেন, মায়ের পরিচয়ের কথা ভবিষ্যতে একমাত্র ছেলেকেই জানাবেন। যদিও সেই নিয়ে এখনো বিতর্ক অব্যাহত।

(ঢাকাটাইমস/২৮জুলাই/জেইউএম)