ময়মনসিংহে তিন সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশ | ২৮ জুলাই ২০১৭, ১৯:৫১

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে অপহরণের তিন সপ্তাহ পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা এবং ধারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে শুক্রবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এরা হলেন- উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের বাসিন্দা জিন্নত আলীর পুত্র জিয়া, তার পিতা জিন্নত আলী ও  মাতা হাজেরা খাতুন। 

বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার দেলদুয়ার থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার বলছে, হালুয়াঘাট উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের মেয়েটি ৫ জুলাই স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। পরে ২৪ জুলাই তার পিতা হালুয়াঘাট থানায় মামলা করেন। পুলিশ পরদিন জড়িত অভিযোগে গাজীপুরের মাওনা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দের পর বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)