ঢাবিতে তিনজনের উপাচার্য প্যানেল ঘোষণা

প্রকাশ | ২৯ জুলাই ২০১৭, ১৮:১৪ | আপডেট: ২৯ জুলাই ২০১৭, ২১:২৮

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

তিন সদস্যের উপাচার্য প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট। তারা হলেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ।

শনিবার বিকালে সিনেটের বিশেষ অধিবেশনে এই প্যানেল গঠন করা হয। অধিবেশন শেষে উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এই প্যানেলের কথা জানান।

সিনেটের বিশেষ অধিবেশন বর্জন করেছেন বিএনপি, জামায়াত-সমর্থিত শিক্ষকরা। এছাড়া আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের একটি অংশও এর বিরোধিতা করেছেন। ফলে এই অধিবেশনে প্রায় অর্ধেক সদস্য উপস্থিত ছিলেন।  

আগামী ২৪ আগস্ট বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হবে। এর আগেই গঠন হলো তিন সদস্যের প্যানেল। এর মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

(ঢাকাটাইমস/২৯জুলাই/জেবি)