বরিশাল সদরে ৩০ হাজার শিশু খাবে ভিটামিন ক্যাপসুল

প্রকাশ | ৩০ জুলাই ২০১৭, ১৬:৪৬

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল সদর উপজেলায় ৩০ হাজার ২১৫ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু করার লক্ষ্যে নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডস্থ স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যতিন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমাউন কবীর।

৫ আগস্ট বরিশাল সদর উপজেলায় ২৩৭টি কেন্দ্রে ৪৭৪ জন স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে ছয় মাস থেকে এক বছরের শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও এক বছর থেকে পাঁচ বছরের শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় জানানো হয়, আগামী ছয় মাস থেকে এক বছর পর্যন্ত দুই হাজার ৮৮০জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের ২৭ হাজার ৩৩৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

(ঢাকাটাইমস/৩০জুলাই/টিটি/জেবি)