‘সুষ্ঠু ভোট হলে আ.লীগের ভরাডুবি’

প্রকাশ | ৩১ জুলাই ২০১৭, ১৮:১৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সারাদেশে আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি হবে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারি জরিপেও তা উঠে এসেছে। জনগণ তাদের আর ভোট দেবে না। এই ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে।

সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, অনির্বাচিত বর্তমান সরকার ক্ষমতায় থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আর দুঃশাসনে দেশের মানুষ এখন বিব্রত। মন্ত্রী ও এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত আবোল-তাবোল বলছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি বিএনপির সভাপতি একেএম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নূরুল আমীন নাঈম সরকার, দাউদকান্দি যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এলএ)