সিরাজদিখানে ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৭, ২১:১৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখান নিমতলা প্রিন্স হাইজিং সুখের ঠিকানায় সোমবার সকাল ১১টায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সিরাজদিখান থানার ওসি ইয়ার দৌস হাসানের নেতৃত্বে পুলিশের জঙ্গিবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেলা ১১টায় উপজেলার নিমতলা প্রিন্স হাইজিং সুখের ঠিকানায় এ অভিযান চালানো হয়। এ সময় বিল্ডিংয়ের প্রতিটি রুমের ভাড়াটিয়াদের কাছে পুলিশ ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করেন।

প্রিন্স হাউজিং সুখের ঠিকানার এমডি এম এ হালিম জানান,পুলিশের এ অভিযান জনগণ সবাই সচেতন হবে এবং আমার এখানে যেসব  ভাড়াটিয়া আছে তাদের যাচাই-বাছাই করে ভাড়া দেয়া হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। যে সকল ভাড়াটিয়া আছে তাদের জঙ্গিবিরোধী সচেতন করা হয়েছে এবং তাদের কাছে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী শেখ, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এলএ)