রাবিতে ইংরেজি বিতর্ক শুরু বৃহস্পতিবার

প্রকাশ | ০১ আগস্ট ২০১৭, ১৬:২০

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার। প্রথমবারের মতো ইংরেজি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সম্মেলনে বলা হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্কের প্রথম পর্ব আগামী ৩ আগস্ট শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। ব্রিটিশ পার্লামেন্ট পদ্ধতির এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজের প্রায় ৫০টি দল অংশগ্রহণ করবে বলেও জানানো হয়।

প্রতিযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও একটি ইংরেজি বিতর্ক কর্মশালা ও ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করেছে বিতর্ক সংগঠনটি। আগামী ৫ আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে প্রতিযোগিতার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্পূর্ণ প্রতিযোগিতাটিতে সহযোগিতা করছে প্রসাধনী প্রতিষ্ঠান কিউট, প্রথমআলো, এছাড়া বেভারেজ পার্টনার হিসেবে থাকছে একুয়াফিনা।

আলোচনাসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনোমিস্ট ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বিরুপাক্ষ পাল, সাবেক সভাপতি ডা. আব্দুর-নূর তুষার ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহফুজ মিশু।

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ড. আনন্দ কুমার সাহা প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএফডিএফ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, প্রধান নির্বাহী সদস্য ফাহমিদা আফরোজ, জেষ্ঠ্য নির্বাহী সদস্য তানভির আহমেদ অভি ও তৌফিক তাজ।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/জেবি)