জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এফবিসিসিআইয়ের ত্রাণ বিতরণ

প্রকাশ | ০১ আগস্ট ২০১৭, ১৯:২৫ | আপডেট: ০১ আগস্ট ২০১৭, ১৯:২৮

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই)।

মঙ্গলবার দুপুরে বন্যায় সব চেয়ে ক্ষতিগ্রস্ত ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ২ হাজার ও জামালপুর পৌর এলাকার চালাপাড়ায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

এসময় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুন, এবিসিসিআইয়ের ১ম সহসভাপতি শেখ ফজলুল ফাইম, মুক্তাকিম আশরাফ ও পরিচালক হাবিবুল্লাহ ডন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাহবুবুল হক গনি,সহ-সভাপতি জাকির হোসেন খান, পরিচালক মো. ইউসূফ খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ইএস)