ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৭, ০৮:৫৬ | আপডেট: ০৩ আগস্ট ২০১৭, ১০:৪২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে ট্রাকের চাকায় হাওয়া দেয়ার সময় টিউব বিস্ফোরণ হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হোসেন আলী (২২) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

হোসেন আলীকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মুড়লী মোড়ে ‘রিমন ভল্কানাইজিং’ নামে একটি দোকানে।

নিহতের শ্যালক লিয়াকত আলী বলেন, ‘আমার ভগ্নিপতি ও হোসেন আলী রিমন ভল্কানাইজিং-এ কাজ করতেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিলেন তারা। হাওয়া বেশি হয়ে যাওয়ায় টিউব বাস্ট হয়ে যায়। এ সময় রাস্তার ইট-পাথর তাদের শরীরে সজোরে আঘাত করে। এতে ইউনুস আলী ও হোসেন আলী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে আনার পর ডাক্তার ইউনুস আলীকে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। হোসেন আলীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই ইউনুস আলীর মৃত্যু হয়েছে।

সার্জারি ডাক্তার মনিরুজ্জামা লর্ড জানান, আহত হোসেন আলীর অবস্থা খুবই আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত ইউনুস আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ইব্রাহিম ব্যাপারির ছেলে। তিনি যশোর শহরের বকচর এলাকার কলোনিপাড়ায় থাকতেন। আহত হোসেন আলী যশোর শহরের বকচর এলাকার রওশন আলীর ছেলে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/জেবি)