ঢাকা বোর্ড কর্মচারী সমিতিতে বাবুল-জালাল পরিষদের জয়

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৭, ২০:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ছাতা মার্কা নিয়ে বাবুল-জালাল পরিষদ জয়লাভ করেছে। পুরো প্যানেলেই তারা জয়ী হয়।

বৃহস্পতিবার রাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বেলা দুইটা পর্যন্ত। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ছাতা মার্কা নিয়ে বাবুল-জালাল পরিষদ আর মাছ মার্কা নিয়ে আজিজ-ফিরোজ পরিষদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটগ্রহণের পর বেলা আড়াইটা থেকে ভোট গণনা শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। এরপরেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

দুই প্যানেলে নয়জন করে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বোর্ডের ডিডি ফজলে এলাহী।

ঢাকাটাইমস/৩আগস্ট/এমএম/এমআর