কালকিনিতে ‘প্রেমে বাঁধা’ দেয়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৭, ১৪:৫৬ | আপডেট: ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৭

কালকিনি প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের কালকিনিতে পারভেজ সেরেনিয়াবাদ নামে এক মোটরসাইকেল গ্যারেজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রেমে বাঁধা দেয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

পারভেজ গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামের অলিল সেরেনিয়াবাদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ সেরেনিয়াবাদ দীর্ঘদিন ধরে উপজেলার সাহেবরামপুর এলাকার ভাই ভাই মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গৌরনদী উপজেলার অবনি নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তার পরিবার প্রেমে বাঁধা দিলে অভিমান করে দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠায়।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন বলেন, নারীঘটিত বিষয় নিয়ে পারভেজ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এমআর