ব্যর্থ সাকিব, ব্যর্থ দল

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ১০:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) যাত্রাটা হার দিয়েই শুর করল সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। পার্ক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে বার্বাডোজ ট্রাইডেন্টস।

জবাবে ১৩০ রান তুলতেই সবকটি ওভার খরচ করে ফেলেন সাঙ্গাকারা-সিমন্সরা। ফলে নিজেদের প্রথম ম্যাচে বার্বাডোজের কাছে ১২ রানে হারল জ্যামাইকা। 

ভালো করতে পারেননি সাকিব। বল হাতে ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। আর ব্যাট করতে নেমে ৩ বলে ১ রান। জ্যামাইকার হয়ে সর্বোচ্চ রান ৫৩ রান করেন সিমন্স। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে আন্দ্রে ম্যাকার্থির ব্যাট থেকে। সাঙ্গাকারা এদিন খালি হাতেই ফিরেছেন।

জ্যামাইকার জয়ের তরী ডুবিয়ে দেন বার্বাডোজের বোলাররা। হোসেন ২টি আর একটি করে উইকেট শিকার করেছেন রবি রামপাল, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান। 

এর আগে ডোয়াইন স্মিথের ২৮, শোয়েব মালিকের ৩৩ আর শেষ দিকে পার্নেলের ১৮ বলে ২৫ রান বার্বাডোজের লড়াইয়ের পুঁজি এনে দেন। সাকিবের ১ উইকেট ছাড়াও ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন ইমাদ ওয়াসিম, ক্রিশমার সান্তোকি এবং উইলিয়ামস।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেইউএম)