ভারতে বাংলাদেশি ‘জঙ্গি’ গ্রেপ্তার

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ১৩:২৭ | আপডেট: ০৬ আগস্ট ২০১৭, ১৭:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের উত্তর প্রদেশের মুজ্জাফরনগর এলাকা থেকে সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আবদুল্লাহ গ্রেপ্তার। তিনি জঙ্গি গোষ্ঠী আল-কায়দার মতাদর্শে গঠিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে মনে করছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সির তথ্যে জানা যায়, আবদুল্লাহ উত্তর প্রদেশে রয়েছেন। এর আগে তিনি দেওবন্দে ছিলেন।

বার্তা সংস্থা পিটিআই জানায়, গত মাসে তিনি মুজ্জাফরনগরের কোটিসারা এলাকায় আসেন।

অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড জানায়, আবদুল্লাহ মুলত জঙ্গি নিয়োগের বিষয়টি দেখাশুনা করতেন। এছাড়া তিনি ভুয়া আইডি কার্ড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গিদের ভারতে নিয়ে যেতেন।

আবদুল্লাহকে গ্রেপ্তারের পর ১৩টি ভুয়া আইডি কার্ড এবং পার্সপোর্ট উদ্ধার করা হয়েছে। এই ঘটনার আরো তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

(ঢাকাটাইমস/৬আগস্ট/জেএস)